জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল এর রাজস্ব প্রশাসনাধীন অফিস সহায়ক পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরমে স্ব-হস্তে পূরণকৃত আবেদনপত্র আহবান করা হয়েছে।

এটি রাজস্বখাতভুক্ত পদ। অবসরে যাওয়ার পরে পেনশন সুবিধা পাওয়া যাবে। নিয়োগের ব্যাপারে অনেকেই বলবে এই পদ থেকে প্রমোশন পাওয়া যায়। সরকারি চাকরিতে প্রমোশন বেশ জটিল বিষয়। সারা কর্মজীবনে হয়তো একটি প্রমোশন পেতে পারেন। আবার নাও পেতে পারেন। কেননা উপরের পদ খালি না থাকলে আপনি প্রমোশনের যোগ্য হলেও আপনি প্রমোশন পাবেন না। 

জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি

গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫)

অফিস সহায়ক পদটি ২০ গ্রেডের। এই গ্রেডের মূল বেতন ৮২৫০/- টাকা। ৮২৫০/- টাকার ৪০% বাড়ি ভাড়া পাওয়া যাবে। অর্থাৎ ৩৩০০ টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা। বিশেষ ভাতা পাবেন ৪১২ টাকা। সর্বমোট বেতন পাওয়া যাবে ১১৯৬৩ টাকা। এর বাইরে কোন টাকা নেই। তবে যে কর্মকর্তার অধীনে কাজ করবেন তিনি বিভিন্ন সময়ে বকশিস হিসেবে টাকা দেন। এটা সব সময় পাবেন এমন না। তবে পাওয়া যায়। এর বাইরে বৈধ কোন টাকা নেই। বিভিন্ন ট্রেইনিং, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য টাকা পাওয়া যায়।

বর্তমানে আরেকটি মহার্ঘভাতা দিবে সরকার। সে হিসেবে আরও কিছু টাকা পাওয়া যাবে। সুতরাং চাকরিতে যোগদানের আগে বিবেচনা করে নিবেন এই টাকায় আপনার চলবে কিনা। 

শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসয় মাধ্যমিক স্কুল স্যার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে আপনার উচ্চতর ডিগ্রি থাকলে বা চাকরিতে যোগদানের সময় যদি অনার্সে অধ্যায়নরত থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন। যোগদানের পরে ডিসি স্যারের সাথে কথা বলে আপনি যে অধ্যায়নরত আছেন তার অনুমতি নিয়ে নিবেন। সরকারি চাকরিতে অনুমতি মানে লিখিত অনুমতি। আপনি যদি অনুমতি না নেন তাহলে অনার্স পাশের পরে সেটা কাজে লাগবে না। 

শর্তাবলি:

  1. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা যথারীতি অনুসরণ করা হবে।
  2. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, নড়াইল-কে সম্বোধন করতে হবে এবং আবেদনপত্র আগামী ১৪.০১.২০২৫ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd), জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের ওয়েবসাইট (www.narail.gov.bd) জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল এর রাজস্ব শাখা এবং নড়াইল জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে ডাউনলোড করা যাবে।
  4. নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
  5. প্রার্থীর বয়সসীমা ০১/১২/২০২৪ খ্রি. অরিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
  6. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়নকারী কর্মকর্তার নামও পদবিযুক্ত। স্পষ্ট সীল থাকতে হবে)।
  7. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবি যুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
  8. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  9. শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবি যুক্ত সীল দ্বারা সত্যায়িত)।
  10. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবি যুক্ত নীল সংবলিত চারিত্রিক সনদপত্র।
  11. ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ কোড নম্বর ১-৪৬৩১-০০০০-২০০১-এ ১০০/- (একশত) টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
  12. নিয়োগের ক্ষেত্রে যদি কোন আদালতের নিষেধাজ্ঞা থাকে কোন ভিট মামলা বিচারাধীন থাকে/কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমাণ বা প্রক্রিয়াধীন থাকে; তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিদাযান বিধি-বিধান মোতাবেক শূন্য পদ পূরণের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  13. পদের নাম ও প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত ১০/- (দশ) টাকার ডাকটিকিট লাগানো ১০ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি আকারের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে। সংযুক্ত করতে হবে।
  14. নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এবং কোনরূপ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  15. সরকারি বা আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।
  16. কোন অথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  17. লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্রের মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবে।
  18. নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি উপস্থাপন করা যাবে না।
  19. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলি পরিবন্ত/পরিলধন/সংযোজন- বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
  20. প্রার্থীদের নির্বাচিত লিখিত, মৌখিক বা অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
  21. এ কার্যালয়ের ১৪.১১.২০২২ খ্রি. তারিখের ০৫.৪৪.৬৫০০.২০.০০৮,২২,১৩৯৯ নম্বর স্বারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদনপত্র দাখিল করেছেন, সে সকল প্রার্থীর এ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।